• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • শেষ আপডেট ৩৬ সেকেন্ড পূর্বে
মো. আমজাদ হোসেন রতন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৪:২০ দুপুর

নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু কতিপয় মনোনয়ন বঞ্চিতদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নাগরপুরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবাসহ যুবদল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, ওলামাদল, তাঁতীদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রবিউল আওয়াল লাভলু বলেন, "আমি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং ছাত্রদলকে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবন বাজি রেখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এর ফলস্বরূপ ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল শাখায় বিপুল ভোটে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হই। ৯০-এর স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হই।

তিনি আরো বলেন, ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আমাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিএসএফ হিসেবে দায়িত্ব পালন করি। ২০১০ সালে ঢাকা মহানগর বিএনপির সদস্য হিসেবে অধিষ্ঠিত হই। ২০১১ সালে টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি ও ২০২০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদ লাভ করি। ২০০৯ ও ২০২২ সালে নাগরপুর উপজেলা বিএনপি কমিটি গঠিত হলে আমাকে সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়।"

তিনি আরও বলেন, "আমি ২০০৭ সাল থেকে নাগরপুরে বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থনা করে মনোনয়ন বঞ্চিত হই। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী হয়ে আবারও মনোনয়ন বঞ্চিত হই। অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মনোনয়ন লাভ করেন। দলীয় নির্দেশনা ও গৌতম চক্রবর্তীর আহ্বানে আমি দলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে আমাকে আমার বাড়ি থেকে ফ্যাসিস্ট সরকারের পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হয় এবং আমাকে পুলিশ থানা হাজতে নিয়ে যায়। ২০০৭ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত নাগরপুর ও দেলদুয়ারের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃত্বের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। যা তৎসময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকে বিএনপির পতাকাতলে আবদ্ধ করার জন্য ব্যাপক গণসংযোগ দীর্ঘদিন অব্যাহত রেখেছি।"

লাভলু বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করলে ৩১ দফার লিফলেট নিয়ে প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, হাট, বাজার ও স্কুল-কলেজে সশরীরে উপস্থিত হয়ে ৩১ দফার মূল বক্তব্য মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মতৎপরতা, আমার জনপ্রিয়তা, সততা, ন্যায় ও নিষ্ঠা এবং সমস্ত বিষয়াদি যাচাই বাছাই করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দলের মহাসচিবের মাধ্যমে আমাকে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার পর আমাকে শুভেচ্ছা জানানোর জন্য নাগরপুর-দেলদুয়ারের দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ জনতার ঢল নেমে আসে।

পরবর্তীতে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ওলামা দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে নির্বাচনে প্রচার প্রচারণা ত্বরান্বিত করার লক্ষ্যে স্ব স্ব ইউনিটের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন।"

তিনি অভিযোগ করেন, "আমার এহেন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে মনোনয়ন বঞ্চিত কতিপয় কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য উপস্থাপন করে আমাকে ও আমার দলকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে যারা দলকে ভালোবাসে তারা কখনো দলীয় প্রার্থীর বিরুদ্ধে এরকম মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য প্রদান করতে পারে না। তাই আমি সকল জাতীয়তাবাদী শক্তির নিকট আহ্বান করতে চাই, আসুন আমরা দেশের স্বার্থে, দলের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]