বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড ‘ওসিপাস’। ব্রাইট ইন্টারন্যাশনালের হাত ধরে দেশের বাজারে এই বিশ্বখ্যাত ব্র্যান্ডটি যাত্রা শুরু করলো।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানায়, দেশের প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং উন্নতমানের পণ্য সরবরাহই তাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে ওসিপাসের ব্যবসা প্রধান এবং প্রতিষ্ঠাতা স্কিলা ওয়েই বলেন, বাংলাদেশ তাদের কাছে শুধু একটি গুরুত্বপূর্ণ বাজারই নয়-এটি ভবিষ্যতের বড় সম্ভাবনার জায়গা। গ্রাহকের বাস্তব চাহিদার ভিত্তিতে পণ্য তৈরি এবং ব্রাইট ইন্টারন্যাশনাল-এর সহযোগিতা তাদের এই যাত্রাকে আরও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন।
ওসিপাসের ডিজাইন প্রধান লাস ইউ বলেন, তাদের প্রতিটি পণ্য তৈরির ক্ষেত্রে কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশি গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আরও স্থানীয়কৃত পণ্য আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশে ওসিপাসের একমাত্র অনুমোদিত অংশীদার ব্রাইট ইন্টারন্যাশনাল-এর শীর্ষ কর্মকর্তারাও ব্র্যান্ডটির সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হুরে জান্নাত বলেন, তারা সবসময় এমন ব্র্যান্ডকে সহযোগিতা করেন যারা গ্রাহকের আস্থা অর্জন করতে পারে। ওসিপাস সেই মান বজায় রাখছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক বলেন, দ্রুত বদলে যাওয়া বাজারে উচ্চমানের ও টেকসই পণ্যের চাহিদা বাড়ছে। ওসিপাস সেই চাহিদা পূরণে সক্ষম হবে এবং ব্রাইট ইন্টারন্যাশনাল দেশের গুরুত্বপূর্ণ সব খুচরা বিক্রয়কেন্দ্রে ব্র্যান্ডটির পণ্য পৌঁছে দেবে।
এ ছাড়া হেড অব বিজনেস মো. মনিরুজ্জামান বলেন, ওসিপাসের সঙ্গে তাদের সহযোগিতা শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়-এর মাধ্যমে বাজারে একটি দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য। রিটেইলার ও বিক্রয়কর্মীদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা হবে, যাতে অল্প সময়েই ওসিপাস বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, এই উদ্বোধন বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন সম্ভাবনার সূচনা। ওসিপাস এবং ব্রাইট ইন্টারন্যাশনাল ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও উন্নত, নির্ভরযোগ্য ও উদ্ভাবনী প্রযুক্তিপণ্য আনবে বলে আশা প্রকাশ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর