যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ভেনেজুয়েলায় কথিত মাদক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে স্থলভিত্তিক অভিযান “খুব শিগগিরই” শুরু হবে। থ্যাংকসগিভিং উপলক্ষে সামরিক সদস্যদের সঙ্গে এক টেলিফোন কলে তিনি এসব মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ভেনেজুয়েলার মাদক চোরাচালানকারীদের ঠেকাতে কাজ করছে। সমুদ্রপথে অভিযান জোরদার হওয়ায় এখন চোরাচালানকারীরা অন্য পথ খুঁজছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “সমুদ্রপথে আর কেউ আসতে চাইছে না। আমরা খুব শিগগিরই স্থলপথেও তাদের থামানো শুরু করব। স্থলপথ আরও সহজ।”
তিনি আরো বলেন, “আমরা তাদের সতর্ক করছি—আমাদের দেশে বিষ ঢোকানো বন্ধ করো।”
এর মাধ্যমে ভেনেজুয়েলায় নতুন পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্পের অবস্থান আরও পরিষ্কার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ঠ সহযোগীদের “বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য” হিসেবে চিহ্নিত করেন। “কার্টেল দে লস সোলেস” নামে পরিচিত এ গোষ্ঠীকে বিশেষজ্ঞরা মূলত দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের একটি নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করেন, সংগঠিত অপরাধচক্র হিসেবে নয়। নতুন এই সন্ত্রাসী তকমা ট্রাম্পকে মাদুরোর সম্পদ ও অবকাঠামোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সুযোগ দেবে। তবে এটি ভেনেজুয়েলায় সামরিক হামলার অনুমোদন দেয় না।
বর্তমানে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকা অঞ্চলে বৃহৎ সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। “অপারেশন সাউদার্ন স্পিয়ার” নামে পরিচিত অভিযানের অংশ হিসেবে এক ডজনের বেশি যুদ্ধজাহাজ এবং প্রায় ১৫ হাজার সৈন্য মোতায়েন রয়েছে। এই অভিযানে মাদকবাহী নৌকা লক্ষ্য করে পরিচালিত হামলায় এ পর্যন্ত ৮০ জনের বেশি নিহত হয়েছে।
তবে এর পরও আইনগত কাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। সিএনএন জানায়, একটি গোপন ব্রিফিংয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা আইনপ্রণেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো ভেনেজুয়েলার ভেতরে স্থল হামলা চালানোর মতো আইনি যুক্তি পায়নি। বিচার বিভাগগত আইনি মতামতও কেবল সমুদ্রপথে মাদকবাহী নৌকা লক্ষ্য করে হামলার অনুমোদন দেয়; স্থল হামলার নয়।
আইনপ্রণেতাদের আরও জানানো হয়েছে যে ভবিষ্যতে কোনো পদক্ষেপ গ্রহণের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করা হচ্ছে না। এ ছাড়া যুক্তরাষ্ট্র প্রশাসন লাতিন আমেরিকায় সামরিক অভিযান পরিচালনায় কংগ্রেসকে সম্পৃক্ত করা থেকে বিরত থাকছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর