কুমিল্লার দেবীদ্বারে মহসীন হোসেন (৪৮) নামে এক পিকআপ ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার এলাকার ভিড়াল্লা বাসস্ট্যান্ডের মসজিদের সামনে কুমিল্লামুখী করে পার্ক করা একটি মুরগির বাচ্চা বহনকারী পিকআপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহসীন গাজীপুরের কাপাশিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে নামাজ শেষে মুসুল্লিরা বের হয়ে দেখেন, মসজিদের পাশে পার্কিং লাইট জ্বালানো অবস্থায় একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে আছে। মসজিদের জায়গা ফাঁকা করতে চালককে গাড়ি একটু সামনে নেওয়ার জন্য ডাকাডাকি করা হলেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। জানালা দিয়ে দেখতে পান, চালক স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছেন বলে মনে হলেও তিনি নিস্তেজ। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দেবীদ্বার থানার পুলিশ এসে মহসীনকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, “নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ, কাগজপত্র, টাকা-পয়সা ও অন্যান্য জিনিস অক্ষত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি কোনো হত্যাকাণ্ড নয়; স্ট্রোকে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকরা ধারণা করছেন।” তিনি আরও জানান, মহসীনের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর