মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারদের জন্য দুইটি পৃথক আবাসন প্রকল্প নির্মাণ করা হচ্ছে। শহীদ পরিবারের জন্য মিরপুর ৯ নম্বর সেকশনে ‘৩৬ জুলাই’ প্রকল্পে বিভিন্ন আকারের ৮০৪টি ফ্ল্যাট তৈরি করা হবে। অন্যদিকে আন্দোলনে আহত কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধাদের পরিবারের জন্য ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এই ফ্ল্যাটগুলো বিনামূল্যে বরাদ্দ দেওয়া হবে।
গত সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে এই দুটি প্রকল্পসহ মোট ১৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৫,৩৮৪ কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থের পরিমাণ ৯,৪৫২ কোটি টাকা, বিদেশি ঋণ ৫১০ কোটি টাকা এবং বাকি ৩৭৯ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়নে জোগানো হবে।
বৈঠকটি শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকের সভাপতিত্ব করেন। এছাড়া পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং অন্যান্য সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের জন্য ৮০৪ ফ্ল্যাট
গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের মানসম্মত আবাসনের উদ্দেশ্যে এসব পরিবারের মাঝে বরাদ্দ দেওয়া হবে ৮০৪টি ফ্ল্যাট। মিরপুর হাউজিং এস্টেটের ১৪ নম্বর সেকশনে মিরপুর পুলিশ লাইন-সংলগ্ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জায়গায় নির্মাণ করা হবে এসব ভবন। ৫ একরের বেশি জায়গায় ১৮টি ভবনে ১ হাজার ৩৫৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণ করা হবে। গণপূর্ত অধিদপ্তরের ডিজাইন অনুযায়ী ভবনগুলো হবে ভূমিকম্প সহনীয়।
জানুয়ারিতে প্রকল্পটির কাজ শুরু হবে, শেষ হবে আগামী ২০৩০ সালে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের ব্যয় ধরা হয় ৭৬১ কোটি ১৬ লাখ টাকা। এর আগে বিভিন্ন খাতে ব্যয়ের অসংগতির অভিযোগ ওঠায় প্রকল্পটি একনেক থেকে ফেরত দেওয়া হয়। তখন প্রকল্পটি অধিকতর যাচাই করে যৌক্তিকভাবে ব্যয় নির্ধারণের পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শের ভিত্তিতে পুনর্গঠন করা হয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি)।
আহতদের জন্য ১৫৬০ আবাসিক ফ্ল্যাট
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান উদ্দেশে ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ নামের প্রকল্পটির মাধ্যমে এক হাজার ৫৬০টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। মিরপুর হাউজিং এস্টেটে মিরপুর ডিওএইচএস-সংলগ্ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ১৫টি ভবনে এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতি ফ্ল্যাট হবে ১ হাজার ২৫০ বর্গফুট আয়তনের। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৪৪ কোটি ৪২ লাখ টাকা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে এ বছরের জুন থেকে আগামী ২০২৯ সালের জুলাই পর্যন্ত।
কুশল/সাএ
সর্বশেষ খবর