দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি অংশ নতুন করে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, আগামী বুধবার (৩ ডিসেম্বর) মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে সোমবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হলেও দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে সহকারী শিক্ষকদের একাংশ তিন দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) বর্জনের ঘোষণা বজায় থাকবে বলেও জানিয়েছেন তারা।
সংগঠন ঐক্য পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩ ডিসেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে ৪ ডিসেম্বর থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি চালু হবে। এই কর্মসূচিতে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর চার দফা দাবিতে শিক্ষকরা সোমবার (১ ডিসেম্বর) থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন। এর ফলে আজ মঙ্গলবারও অনেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরা কেন্দ্র থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন। কিছু বিদ্যালয়ে কর্মচারীদের পাহারায় বিচ্ছিন্নভাবে পরীক্ষা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর