টাঙ্গাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এই পরিচিতি সভার আয়োজন করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নাগরপুর উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান এবং মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাবিজুর রহমান, নাগরপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আব্দুল কদ্দুস মিয়া, নাগরপুর উপজেলা প্রকৌশলী তরফ আলী, ক্যাপ্টেন সৈয়দ মাসুদুর রহমান (ক্যাম্প কমান্ডার, নাগরপুর টিটিসি আর্মি ক্যাম্প), মুক্তিযোদ্ধা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন বলেন, নাগরপুর উপজেলার সকল মানুষের সহযোগিতা নিয়ে তিনি উপজেলার উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর