আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয়, এটি গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তাই এটি শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন, এবং সেভাবেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। পুলিশকে অবশ্যই দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি কাপুরুষের মতো বসে থাকব না, বরং শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে চাই।”
এই সময়ে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালনকালে কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ করবেন না এবং সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমানভাবে সেবা নিশ্চিত করবেন।
প্রধান উপদেষ্টার এই নির্দেশনার মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, ভোটকেন্দ্রে শান্তি বজায় রাখা এবং নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে পুলিশ দায়িত্ব পালন করবে। তিনি জানান, এটি শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, বরং একটি স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচনের মূল ভিত্তি।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর