চট্টগ্রামের লালদিঘী মাঠে আজ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোট ৫ দফা দাবিতে এক মহাসমাবেশ করছে। দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশ সকাল ১০টা থেকে শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়।
সমাবেশকে ঘিরে সকাল থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আট দলের নেতাকর্মীরা বাসে করে লালদিঘী ময়দানে এসে জড়ো হন, যার ফলে ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
সমাবেশের ডাক দেওয়া আট দল হলো- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সমাবেশ উপলক্ষে ৩০০ মাইক এবং গুরুত্বপূর্ণ ১৩টি স্পটে বড় পর্দায় কার্যক্রম প্রচারের ব্যবস্থা করা হয়েছে। নগরীর লালদিঘী মাঠ থেকে উত্তরে আন্দরকিল্লা চসিক কার্যালয়, সিনেমা প্যালেস হয়ে তিন পোলের মাথা, দক্ষিণে কোতোয়ালীর মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত এবং শাহ আমানত মাজার হয়ে আনসার ক্লাব পর্যন্ত এলাকায় এসব মাইক লাগানো হয়েছে। প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক সমাবেশকে সুশৃঙ্খল রাখতে কাজ করছে।
আট দলের ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো: জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
কুশল/সাএ
সর্বশেষ খবর