ফরিদপুরের ভাঙ্গায় দূরপাল্লার বাসের চাপায় অটোরিক্সায় থাকা ৪ যাত্রী নিহত হয়ছেন। তিন জন ঘটনাস্থলেই নিহত এবং অপর একজন হাসপাতালে নেওয়ার সময় নিহত হন। এ ছাড়াও এতে আহত হয়েছেন আরও চার জন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী রেল ক্রসিং এর কাছে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানাযায় ঢাকা বরিশাল মহাসড়কের মেহেরপুরগামী নিউ মর্ডান পরিবহনের বাসের চাপায় আটোরিক্সায় থাকা চার যাত্রী নিহত হন। নিহতরা হলেন , ভাঙ্গা উজেলর পূর্ব সদরদী এলাকার রহমান শিকদারের স্ত্রী নূর নাহার বেগম(৪৫) এবং তার মেয়ে ও হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী রিমু বেগম (২২) তার কন্য রাহান (০৩)। একই ঘটনায় অজ্ঞাতনামা আরও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদ রেল ক্রসিং এলাকায় বাসের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয় এবং হসাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষণ করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুশল/সাএ
সর্বশেষ খবর