সব দলের শাসনই দেখেছে এদেশের মানুষ। এখন ইসলামী দল তথা জামায়াতে ইসলামীর শাসন দেখার অপেক্ষায় উন্মুখ দেশবাসী। জামায়াতে ইসলামী আগামী দিনে দেশের রাষ্ট্রপরিচালনায় দায়িত্ব পেলে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন,ঢাকা ১৯ (সাভার-আশুলিয়া) আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী মাওলানা মো.আফজাল হোসাইন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে জামায়াতে ইসলামী ইয়ারপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের আমীর মো.আবদুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ (সাভার-আশুলিয়া) আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী ও ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মো.আফজাল হোসাইন। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা জামায়াতের আমীর এবং রংপুর ৫ আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী।
এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারী এডভোকেট শহিদুল ইসলাম, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ, সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, অধ্যক্ষ লুৎফর রহমান, আশুলিয়া থানা আমীর অধ্যক্ষ বশির আহমেদ, সেক্রেটারি আবুল হোসেন মীর, সাবেক আমীর হাফেজ ওমর ফারুক, শিক্ষাবিদ প্রফেসর শহীদুল ইসলাম সরকার প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো: মাহবুব হোসেন।
ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা মো. আফজাল হোসেন বলেন, আশুলিয়া শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ার পরেও এখানে শ্রমিকদের কল্যানে উন্নয়ন মূলক কোনো কাজ বিগত ১৬ বছরে হয়নি। বরং পদে পদে শ্রমিকরা লাঞ্জিত ও নিগৃহীত হয়েছেন। জামায়াতে ইসলামী যদি মানুষের ভালবাসা আর আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে সাভার আশুলিয়াকে সারা দেশের মধ্যে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের সকল সুযোগ সুবিধাও নিশ্চিত করতে আমি কাজ করবো। বিশেষ করে শ্রমিকদের আবাসন ও স্বাস্থ্যসেবা উন্নয়নে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা ও তা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবে।
নির্বাচনী জনসভায় অন্যান্য বক্তারা বলেন, আগে যেখানে মানুষের ভোগের অধিকার ছিল না, স্বাধীনভাবে কথা বলা কিংবা মুক্তচিন্তারও কোনো সুযোগ ছিল না ২০২৪ এর ৫ আগস্টের পর এখন মানুষ প্রকৃত অর্থে স্বাধীনভাবে কথা বলতে পারছে। তাই ২০২৬ এর জাতীয় নির্বাচন হবে এদেশের মানুষের জন্য আরেকটি মুক্তির মাইলফনক । এই নির্বাচনে ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক ব্যক্তিদের নির্বাচিত করতে হবে।
বক্তারা আরও বলেন দেশের মানুষতো সব দলকেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে তাদের দক্ষতা দেখার বা প্রমাণ করার সুযোগ দিয়েছে তাই এবার একটিবারের জন্য হলেও জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য দেশের মানুষ অধির অপেক্ষা করছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর