বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের জননেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, "কুমিল্লাবাসীসহ দেশের ১৮ কোটি মানুষ দেশনেত্রীর জন্য দোয়া করছেন। আমরা সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এটাই কোটি মানুষের চাওয়া।"
শুক্রবার (৫ ডিসেম্বর) নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে টানা নয় দিন ধরে চলা ধারাবাহিক বিশেষ প্রার্থনা, কুরআন খতম, খাবার বিতরণ ও সদকার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কুমিল্লা-০৬ নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় দোয়ার আয়োজন করা হয়।
পরে বাদ মাগরিব কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার জামে মসজিদের দোয়ার অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় কালিরবাজার উত্তর ইউনিয়নের কালিরবাজার ও দক্ষিণ ইউনিয়নের কমলাপুর বাজারে দুটি পথসভায় বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, "তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আপনারা যে দোয়ার আয়োজন করেছেন, আমরা সেই অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। আপনারা প্রতিটি নামাজে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন—এটাই আমাদের অনুরোধ।"
কালিরবাজার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের মনের কথা আমি জানি। বিগত ১৭ বছর ধরে আপনারা মাঠে আছেন, পাশে আছেন—এখন ভোটের সময় এসে কেন প্যাঁচ লাগছে, সেটাও বুঝি। ইনশাআল্লাহ, এই প্যাঁচ খুলে যাবে। আপনারা নিজেরাই বলুন—১৭ বছর আমি আপনাদের পাশে ছিলাম কি না? মামলা-হামলা, জুলুম-নির্যাতনের সময় আমি আপনাদের পাশে ছিলাম কি না? আপনারাও কি আমার পাশে ছিলেন না? আমরা কি দলের পাশে ছিলাম না? কোনো জুলুম-নির্যাতনই আমাদের আন্দোলন-সংগ্রাম থেকে ফিরিয়ে রাখতে পারেনি।"
তিনি আরও বলেন, "আপনারা কী চান, আমরা কী চাই, দল কী চায়—জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক দল, এখানে জনগণ যা বলবে তাই হবে। আপনারা কি চান আমি নির্বাচন করি? আমি কি ধানের শীষ নিয়ে নির্বাচন করি? নেতাকর্মীদের উদ্দেশে বলছি—ইনশাআল্লাহ, আমি ধানের শীষ নিয়েই নির্বাচন করব। আপনাদের সহযোগিতা চাই। জনগণ যা চাইবে, জনাব তারেক রহমানও তাই চাইবেন।"
হাজী ইয়াছিন বলেন, "দল থেকে যে প্রাথমিক নির্বাচন হয়েছে, এটি চূড়ান্ত নয়। এটি শুধু প্রাথমিক সিলেকশন। চূড়ান্ত খেলা আপনারাই খেলবেন। আপনাদের সিদ্ধান্তই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
দোয়া ও পথসভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহবুবর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, মহানগর বিএনপি নেতা মনির হোসেন পারভেজ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহরম, কুমিল্লা মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহীনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মনসুর নিজামী, মশিউর রহমান সজিব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যরা।
এছাড়াও কালিরবাজার পথসভায় উপস্থিত ছিলেন কালিরবাজার দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালিরবাজার উত্তর ইউনিয়নের সভাপতি প্রফেসর ফরহাদ, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূঁইয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর