লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র ১৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ লটারির মাধ্যমে সকল থানার ওসি’র রদবদল করেন।
সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘রুটিন ওয়ার্কের অংশ হিসেবে ১৫ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। লটারির মাধ্যমে ১৫টি থানার ওসি পদে পরিবর্তন এনেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনের রেখেই এ পরিবর্তন।’
আদেশ অনুযায়ী-কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বাকলিয়া থানার ওসি মুহাম্মদ আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায়, পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায়, বায়েজিদ থানার ওসি মো. জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ থানায়, খুলশী থানার ওসি শাহীনূর আলমকে কর্ণফুলী থানায়, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায়, হালিশহর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায় বদলি করা হয়েছে।
অন্যদিকে আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায়, কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে খুলশী থানায়, বন্দর থানার ওসি মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় এবং চকবাজার থানার ওসি মো. শফিকুল ইসলামকে সিটিএসবি পুলিশের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
যদিও ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হয়েছে, তবে এখনো ইপিজেড থানায় নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই সেখানে নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।
এদিকে পৃথক আদেশে সিএমপি মহানগর গোয়েন্দা দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয় শেখ শরীফুল ইসলামকে। তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত।
কুশল/সাএ
সর্বশেষ খবর