চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন।
শনিবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড়স্থ মসজিদ সংলগ্ন হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
দুই সন্তানের পিতা নিহত এমরান চৌধুরী ওই ইউপির ৭নং ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাং এর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত একটার দিকে এমরান চৌধুরী ও একই বাড়ির মুছার পুত্র আরিফ বুড়িপুকুর পাড় এলাকার একটি চায়ের দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চারিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছনে আসা বেপরোয়া গতির একটি কাঠ বোঝাইকৃত অবৈধ চাঁদের গাড়ি (চট্টগ্রাম খ ২৯৪৪) তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং তাদের বহন করা মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে এমরান চৌধুরীকে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে গুরুতর আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করেন।
হাইওয়ে পুলিশের নাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত পুরনো জিপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুইজন হতাহত হন। লাকড়িবোঝাই চাঁদের গাড়িটি ফটিকছড়ি থেকে হাটহাজারীর দিকে আসছিল। আর আরিফ মোটরসাইকেল রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে নিয়ে যাচ্ছিলেন। পেছনে বসা ছিলেন এমরান। এ সময় দ্রুতগামী চাঁদের গাড়িটি তাদের মোটরসাইকেলের পাশ থেকে ধাক্কা দেয়। এতে দুইজনই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন।
আহত দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন। আরিফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এসআই শাহেদুল।
কুশল/সাএ
সর্বশেষ খবর