শীতকালে সাধারণত বিদ্যুৎ ব্যবহার কম হয়। তবুও অনেকের বিল অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, ঘরের যন্ত্রপাতি ব্যবহারে কিছু সচেতনতা বজায় রাখলে শীতেও বিদ্যুৎ বিল ২০–৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
বিশেষজ্ঞরা জানান, প্রথমেই সাধারণ বাল্ব বাদ দিয়ে সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করা উচিত। এই আলো কম শক্তি খরচ করে এবং ঘরও পর্যাপ্ত উজ্জ্বল রাখে। এলইডি ব্যবহারে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়।
ফ্রিজ নিয়মিত ডিফ্রস্ট করাও অত্যন্ত জরুরি। ফ্রিজে বরফ জমে গেলে কম্প্রেসর বেশি সময় চলে, ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। তারা বলেন, গরম খাবার কখনোই সরাসরি ফ্রিজে রাখা উচিত নয়। খাবার ঠাণ্ডা হলে ফ্রিজে রাখলে বিদ্যুৎ অপচয় কমে।
বাড়িতে টিভি, ল্যাপটপ, মাইক্রোওয়েভ বা মোবাইল চার্জারের মতো যন্ত্রগুলো অনেক সময় ব্যবহারের পর রিমোট দিয়ে বন্ধ রাখা হয়। এতে যন্ত্রগুলো পুরোপুরি বন্ধ না হয়ে স্ট্যান্ডবাই মোডে থাকে এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হয়। তাই সুইচ অফ করা বাধ্যতামূলক।
এসি চালানোর সময় দরজা–জানালা পুরোপুরি বন্ধ রাখা উচিত। জানালায় ফাঁক থাকলে ঠাণ্ডা বাতাস বেরিয়ে যায় এবং এসি দ্রুত ঠাণ্ডা করতে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। প্রয়োজন না হলে এসির বদলে সিলিং বা টেবিল ফ্যান ব্যবহার করাই ভালো।
বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনের এসব ছোট পরিবর্তন বজায় রাখলে শীত মৌসুমে অযথা বিদ্যুৎ বিল বাড়ার প্রবণতা অনেকটাই কমে আসবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর