কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোনো দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে। জাতির কপাল ভালো যে ক্রান্তিলগ্নে ড. ইউনুসের মতো লোক দেশের দায়িত্বভার নিয়েছেন। নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে নির্বাচনী রোডম্যাপে নিয়ে যাচ্ছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার ভুবনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ দিন ধরে জাতি অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল। চব্বিশের আন্দোলনে ছাত্রদের প্রচেষ্টায় আল্লাহ গভীর সংকট থেকে রক্ষা করেছেন। ২৪-এ ছাত্ররা আন্দোলন করে জীবন বাজি রেখে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা ফেরদৌস রাজপথে ছাত্রদের সঙ্গে আন্দোলন করেছে।
তিনি আরো বলেন, ড. ইউনুস পর্যাপ্ত সংস্কারের চেষ্টা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রচেষ্টায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনুসের ঐতিহাসিক বৈঠকের ফলে দেশ এখন নির্বাচনের পথে। তফসিল ঘোষণা হচ্ছে আজকালের মধ্যেই।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, স্বাধীনতা আমাদের একটি দেশ দিয়েছে। আমি দেশ মাতৃকার স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি। আইয়ুব খান আমাকে জেলে নিতে সাহস পায়নি, কিন্তু হাসিনা সরকার বাস পোড়ানোর মিথ্যা মামলায় আমাকে বৃদ্ধ বয়সে জেলে নিয়েছে। আমি ১৮ সালের নির্বাচন জেলে থেকে করেছি।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌয়ারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহারিয়ার আক্তার মজুমদার, সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, ভুবনপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য রাবেয়া বাশার, কমলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার শিপন, গুলবারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আজাদ প্রমুখ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর