সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল আরও এক ধাপ উন্নীত করা হচ্ছে। ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হচ্ছেন ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক। মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার উপসচিব জি এম সরফরাজের সই করা বুধবার (১০ ডিসেম্বর) জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির ২০২৫–২৬ অর্থবছরের অষ্টম সভায় প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছে। এই ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করার প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি প্রদান করে। পাশাপাশি অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগও প্রস্তাবে সম্মতি জানায়। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ পরে এই পদগুলোর বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করে।
তবে এই গ্রেড উন্নীতকরণের ক্ষেত্রে কিছু শর্তও সংযুক্ত করা হয়েছে। চিঠিতে বলা হয়, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের আরোপিত শর্তসমূহ (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন করতে হবে এবং প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে বেতন গ্রেড উন্নয়নের দাবি করে আসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উল্লেখযোগ্য সুফল পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর