ময়মনসিংহের ভালুকায় ভালুকা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ডিসেম্বর) বিকেলে উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। তিনি নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক শক্তি এবং জাতির সামনে খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ খান। তিনি এলাকার উন্নয়ন, নীতি-নৈতিকতা ও সামাজিক সাম্যের প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ।
বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ জেলা (পশ্চিম) সভাপতি মুফতি সারওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম, ময়মনসিংহ মহানগরের সাধারণ সম্পাদক মুফতি কাজী মোশতাক আহমাদ ফারুকী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মাসুদুর রহমান ফরিদী, সহসভাপতি হাফেজ মাওলানা মো. শফিউদ্দিন এবং আলহাজ্ব শায়েখ নজরুল ইসলাম।
গণসমাবেশ ঘিরে এলাকায় উৎসাহ তৈরি হয় এবং নেতারা নির্বাচনী মাঠে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর