রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড আশাবাদ ব্যক্ত করেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে হাসপাতালে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং তখন তার শারীরিক অবস্থার কারণে তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি। তবে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে এবং চিকিৎসকেরা তার উন্নতির ব্যাপারে আশাবাদী।
ডা. জাহিদ জানান, দেশের ভেতরেই দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, মেডিকেল বোর্ড বিশ্বাস করে যে সুচিকিৎসা নিশ্চিত করা গেলে পরবর্তীতে তাকে বিদেশে স্থানান্তর করা সম্ভব হবে।
তিনি আরও জানান, খালেদা জিয়াকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসকদের নির্দেশনা গ্রহণ করতে পারছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
তিনি বলেন, 'তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা যেন তিনি (খালেদা জিয়া) পেতে পারেন, সেজন্য চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে। আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সদস্যরাও আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে তাকে যেকোনো সময় দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই যেন, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর বিষয়ে আবেগ বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না করি।
গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর