জাতীয় নির্বাচন ঘিরে তফসিল নিয়ে সারাদেশে আলোচনা তুঙ্গে। অনেকের মনেই প্রশ্ন—আসলে তফসিলে কী থাকে? নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত প্রতিটি ধাপের নির্দিষ্ট সময় উল্লেখ করাই হলো তফসিল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তার এই ভাষণ রেকর্ড করেছে বিটিভি ও বাংলাদেশ বেতার।
অনেকে মনে করেন তফসিল মানে শুধু নির্বাচনের তারিখ ঘোষণা। কিন্তু বিষয়টি এত সরল নয়। সাংবিধানিক দায়িত্ব অনুসারে তফসিল হলো একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামো, যেখানে নির্বাচন আয়োজনের পুরো প্রক্রিয়াকে সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়।
এতে উল্লেখ থাকে—
*প্রার্থীরা কবে থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন
*মনোনয়ন যাচাই-বাছাই কত দিনের মধ্যে শেষ হবে
*মনোনয়ন বাতিল হলে আপিল করার সময়সীমা
*চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের তারিখ
*নির্বাচনি প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর সময়
*ভোটগ্রহণের তারিখ, সময় এবং ভোট গণনার নিয়ম-কানুন
অর্থাৎ নির্বাচন আয়োজনের শুরু থেকে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপের সময়সূচিই হলো নির্বাচনের তফসিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর