দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (রোববার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালটের রং নির্ধারণ করা হয়েছে গোলাপি। ভোটাররা যেন দুটি ব্যালট সহজে আলাদা করতে পারেন- সেই লক্ষ্যেই ভিন্ন রঙের ব্যালট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিইসি বলেন, একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোটগ্রহণকে সামনে রেখে প্রশাসন, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর