সিরাজগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্ট বসিয়ে যানবহনে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমাবার দুপুরে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারী আলমিন বাবু কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার হারিয়াকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে তল্লাশি চৌকি বসানো হয়। পরে সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে পিকআপের ডালার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৫টি পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পিকআপটি রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল এবং সবজির আড়ালে মাদক পাচার করা হচ্ছিল। সিরাজগঞ্জকে ট্রানজিট পয়েন্ট হিসেবেও ব্যবহার করা হচ্ছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং আরও জোরদার করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর