ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। জুমার নামাজের পর সংঘটিত এ হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের পরিচয়সহ ঘটনার পুরো প্রেক্ষাপট যাচাই করছে। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, হত্যা চেষ্টার কয়েক ঘণ্টা আগে বা কয়েকদিন আগে হাদির সঙ্গে মোটরসাইকেলে থাকা দুই যুবকের গোপন চলাফেরাও তদন্তের আওতায় রয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাদির সঙ্গে থাকা দুই যুবকের কয়েকটি ছবি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছবিগুলোতে ওই দুই যুবক মোটরসাইকেলে এসে গুলি করেছে কিনা তা যাচাই করার জন্য ডিবি একাধিক টিম কাজ করছে। প্রতিটি সূত্র ধরে তদন্ত আরও এগিয়ে চলছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে হাদিকে আরেকজনের সঙ্গে অটোরিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই যুবক খুব কাছ থেকে মাথায় গুলি করেন এবং দ্রুত পালিয়ে যান। এরপর গুলিবিদ্ধ হাদিকে দ্রুত হাসপাতালে নেয়া হয়, সেখানে সিটি স্ক্যান ও অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থার উন্নতি ও সুষ্ঠু চিকিৎসার জন্য চিকিৎসকরা নিবিড় নজরদারিতে রয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর