জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ নিজেদের ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছেন। নির্বাচনী আচরণবিধি রক্ষায় সংগঠনটি বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নাগরপুর সদর বাজার থেকে বিলবোর্ড, পোস্টার, প্যানা অপসারণ কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় নাগরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম.এ. মান্নান, উপজেলা যুব সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল, দেলদুয়ার উপজেলা ক্রীড়া সম্পাদক মির্জা দীপ্তি, নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. তোফায়েল আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিলবোর্ড অপসারণ করার সময় ডা. একেএম আব্দুল হামিদ বলেন, "নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা নিজেরা আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরানোর কার্যক্রম শুরু করলাম। নির্বাচনী আচরণবিধি মানা আমাদের সবার দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকে আজ এ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করলাম।"
মাসুম/সাএ
সর্বশেষ খবর