নীলফামারীর কিশোরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মাদক ব্যবসায়িকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত হল মিজানুর রহমান (৩০)। সে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি আর্দশপাড়ার রফিকুলের ছেলে।
এস আই কাজী রিপন জানান, দীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসা করে আসছে মিজানুর। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে দেবীর বাজার সংলগ্ন সিঙ্গিমারী দোলার ব্রীজের উপরে ইয়াবা বেঁচাকেনা করছিল। এ সময় তাকে ৫৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মামলা পূর্বক এ মাদক ব্যবসায়িকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, মাদক ব্যবসায়ি মিজানুরকে রোববার কারাগারে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়িদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর