টাঙ্গাইলের নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ৮৮ তম ঘৌড় দৌড় আনন্দ উল্লাস নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নে চরডাঙ্গা ঘোড়া দৌড় ময়দানে এ প্রতিযোগিতার আয়োজন করেন চরডাঙ্গা যুব সমাজ ও গ্রামবাসী।
মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু। উদ্বোধন করেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. তোফায়েল আহেমদ মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, সহ -কোষাধ্যক্ষ সম্পাদক মো. শহীদুল রহমান শহিদ,সহকারী ভূমি কর্মকর্তা সোলায়মান হোসেন, সাবেক জিএস নুরুজ্জামান রানা প্রমূখ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। এ সময় হাজার হাজার নারী-পুরুষ উৎসব মূখর পরিবেশে এ ঘৌড় দৌড় উপভোগ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর