জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্ব প্রথম কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৭ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি আরও বলেন, আমাদের ভিন্ন ভিন্ন কোন দফা নেই। আমাদের একটাই দফা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যাতে করে সবাই যার যার অধিকার নায্যতার ভিত্তিকে ভোগ করতে পারে।
এছাড়া জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পূজা মন্ডপ পরিদর্শন ঘিরে বিতর্কের বিষয়ে তিনি বলেন, ভোটের জন্য নয়। প্রত্যেকে যেন যার যার ধর্ম তাদের মতো করে পালন করতে পারে তা নিশ্চিত করার জন্যই জামায়াত পূজা মন্ডপে গিয়েছে, পূজা উদযাপন করার জন্য নয়।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াহ ইয়া খান মারুফ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, গোড়াই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জাহাঙ্গীর আলম শাহজাহান, তথ্য প্রযুক্তি প্রধান ইসমাইল হোসেন, পৌর বংশাই শাখার অর্থ সম্পাদক মাসুম সিকদার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর