চট্টগ্রামের ব্যস্ততম এলাকা চকবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চকবাজারের তেলিপট্টি এলাকায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে হঠাৎ করেই ওই বহুতল ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই চারদিকে ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ভবনের পাশে থাকা ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ভবনের নিচতলার কয়েকটি দোকানের আসবাবপত্র পুড়ে গেছে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর