সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা ও দুপুর ১২টার দিকে এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরং গ্রামের মোশাহিদ আলীর ছেলে আশিকুর রহমান (২০) এবং একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের আজমান আলীর ছেলে মো. ইয়াকুব উদ্দিন (৩২)। আহত যুবক হলেন একই এলাকার মৃত আব্দুর রবের ছেলে মোশাঈদ (২২)।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে আশিকুর রহমান ও মোশাঈদ তুরং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়া আদিবাসীরা তাদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই আশিকুর রহমান নিহত হন। গুরুতর আহত মোশাঈদ কোনোভাবে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা আশিকুরের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
অপরদিকে, দুপুর ১২টার দিকে বরমসিদ্ধিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেন ইয়াকুব উদ্দিন। খাসিয়া আদিবাসীরা তাকে বুক, মুখ ও পায়ে গুলি করে। খবর পেয়ে স্বজনরা ভারতের ভেতর থেকে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের স্বজনরা ভারতের অভ্যন্তর থেকে মরদেহ উদ্ধার করেছেন। বর্তমানে উভয়ের লাশ থানায় রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সাজু/নিএ
সর্বশেষ খবর