যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে তিনি এ কথা বলেন।
জানাজা শেষে উপস্থিত জনতার উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আজ লাখো মানুষ হাদির কথা শুনতে এখানে এসেছে। আমরা হাদিকে বিদায় দিতে আসিনি। হাদি যে মন্ত্র আমাদের শিখিয়ে গেছে—মাথা নত না করার, সেই মন্ত্র যেন বাংলাদেশের মানুষ অন্তরে ধারণ করে, সেই কারণেই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।”
ড. ইউনূস বলেন, “বারবার মনে পড়ে—‘বলো বীর, চির উন্নত মম শির’। হাদি আমাদের শিখিয়ে গেছে কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কীভাবে অন্যায়ের সামনে নত না হতে হয়। এই মন্ত্র আমাদের অন্তরে থাকবে। হাদির শেখানো এই আদর্শেই বাংলাদেশ আবারও উজ্জীবিত হবে।”
তিনি আরও বলেন, শহীদ শরিফ ওসমান হাদি শুধু একটি নাম নন, তিনি একটি চেতনা, একটি আন্দোলনের প্রতীক। তার আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, সত্য ও গণতন্ত্রের পথে চলার অনুপ্রেরণা জোগাবে।
এর আগে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল সম্পন্ন করার পর সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে শোকমিছিলসহ মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আশপাশের এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা হাদির শেষ বিদায়ে অংশ নেন।
শোকাহত জনতা এ সময় হাদির আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর