ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকাল থেকে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। বুধবার সকালে রাশেদ খান মুঠোফোনে চুড়ান্ত প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনি মুর্শিদা জামান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা সবাই স্থানীয় রাজনীতিতে আলাদা আলাদা কর্মসূচী পালন করতেন। রাশেদ প্রার্থী হচ্ছেন এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুরে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল করে সাইফুল ইসলাম ফিরোজ অনুসারিরা। তারা এ আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। আলোচনায় ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী প্রার্থী হওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ এলাকায় নির্বাচনী জনসভা করবেন বলেও জানান এ গণঅধিকার পরিষদ নেতা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর