নতুন বছরের প্রথম দিন থেকে বাংলাদেশের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই সিস্টেমের মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো শনাক্ত ও বন্ধ করার প্রক্রিয়া চালু হবে।
এনইআইআর কার্যক্রমের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে কতগুলো মোবাইল রেজিস্ট্রেশন করা আছে তা ঘরে বসে জানতে পারবেন। একই সঙ্গে ব্যবহারকারীরা সহজেই যাচাই করতে পারবেন যে, তাদের মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না।
মোবাইল রেজিস্ট্রেশন ও বৈধতা পরীক্ষা করার পদ্ধতি:
১. প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. হোমপেজের ডান পাশে থাকা রেজিস্ট্রেশন মেনুতে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম খোলা যাবে।
৩. ফর্মে নিজের বিস্তারিত তথ্য পূরণ করুন।
নামের ক্ষেত্রে কোন স্পেস ব্যবহার করা যাবে না।
ইউজার আইডি অবশ্যই ছোট হাতের অক্ষর ও সংখ্যা ব্যবহার করে তৈরি করতে হবে।
দশ সংখ্যার NID থাকলে Smart ID অপশন নির্বাচন করতে হবে।
১৩ বা ১৭ সংখ্যার NID থাকলে NID অপশন নির্বাচন করুন।
৪. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে বিস্তারিত তথ্য দেখা সম্ভব।
হ্যান্ডসেট বৈধতা যাচাই:
আপনার হ্যান্ডসেট বৈধ কিনা তা জানার জন্য ওয়েবসাইটে থাকা “Check Your Phone’s Verification Status instantly” অপশনে আপনার IMEI নম্বর দিয়ে চেক করতে হবে।
ফোনের IMEI নম্বর জানতে *Dial: #06# করতে হবে।
এভাবে ব্যবহারকারীরা নিজেরা সহজেই নিশ্চিত হতে পারবেন যে তাদের মোবাইল ফোন বৈধ নাকি অবৈধ, এবং অবৈধ হ্যান্ডসেট দ্রুত শনাক্ত ও নেটওয়ার্ক থেকে বন্ধ করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর