ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির ও জয়পুরহাটের যুবদলের নেতা ইয়ানূর হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার দুপুরে জেলা বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব শামস মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুমিন খন্দকার ডালিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান বাঁধন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন বলেন, হত্যা বা কোন ষড়যন্ত্র করে এ নির্বাচন বাতিল করা যাবে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি জানান তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর