ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. মনির মোল্যা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মনির মোল্যা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
এবিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মনির মোল্যাকে গ্রেপ্তার করেছে। মনিরের বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। রবিবার ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর