বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস এলাকায় নকল স্বর্ণের বার দেখিয়ে সাধারণ মানুষের অলঙ্কার হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ এসময় ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া দুটি স্বর্ণের রিং উদ্ধার এবং ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে। আটককৃত ব্যক্তির নাম মানিক (৩৯)। তবে তার সহযোগী মোবিন নামের অপর এক প্রতারক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বনানী বাইপাস এলাকায় দুই সদস্যের এই প্রতারক চক্র এক অজ্ঞাত নারীকে টার্গেট করে। তারা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া দামী স্বর্ণের বার দাবি করে একটি নকল বার ওই নারীকে দেখায় এবং সেটি সস্তায় বিক্রির প্রস্তাব দেয়। সরল বিশ্বাসে প্রলুব্ধ হয়ে ওই নারী তার কানে থাকা ২ আনা ২ রতি ওজনের দুটি আসল স্বর্ণের রিং প্রতারকদের হাতে তুলে দেন। স্বর্ণের বারটি হাতে নিয়ে সেটি নকল বুঝতে পেরে ওই নারী চিৎকার শুরু করেন। অবস্থা বেগতিক দেখে প্রতারকরা একটি অটোরিকশায় চড়ে পালানোর চেষ্টা করে।
এসময় সেখানে দায়িত্বরত শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের কনস্টেবল মো. জাহিদুল ইসলাম ও মো. সোহেল রানা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে মানিককে ধরে ফেলেন। পরবর্তীতে এসআই (নিরস্ত্র) মো. নুর হোসেন ঘটনাস্থলে পৌঁছে আটককৃত মানিকের দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া স্বর্ণের রিং দুটি, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
শেরপুর হাইওয়ে পুলিশ পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানায়, আটককৃত প্রতারক মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত পলাতক অপর সদস্য মোবিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের লোভনীয় প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর