সংঘাতপূর্ণ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হোয়াইক্যংয়ের শিশু হুজাইফা আফনান (৯)-এর অবস্থা এখনো আশঙ্কাজনক। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় স্নায়ু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
চিকিৎসকদের বরাত দিয়ে হুজাইফার চাচা জানান, ডাক্তাররা তার দুটি রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছেন এবং দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছেন। সব চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সম্পন্ন হলে এক ঘণ্টার মধ্যেই তাকে ঢাকায় স্থানান্তর করা হবে বলে জানানো হয়েছে।
তিনি আরও জানান, হুজাইফার মাথায় গুলি লাগার কারণে তার মাথার অর্ধেক খুলি অপারেশনের পর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। ডান পাশ দিয়ে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের না হওয়ায় তার শরীরের বাম অংশ অবশ হয়ে গেছে। মূলত শরীর সচল রাখার জন্যই এই অস্ত্রোপচার করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাসপাতালে গিয়ে দেখা যায়, সন্তানের শারীরিক অবস্থার কথা শুনলেই হুজাইফার মা বারবার জ্ঞান হারাচ্ছেন। তার শারীরিক ও মানসিক অবস্থাও স্বজনদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতালের এক পরিচালক জানান, এক দফা অপারেশন করা হলেও এখনো হুজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত রোববার (১২ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে হুজাইফা গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আরও দুজন আহত হন।
এদিকে, হোয়াইক্যং সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয়েছেন রোহিঙ্গা যুবক কেফায়েত উল্লা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বিজিবি সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নসংলগ্ন বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর