ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পুলিশ সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদ, যাঁর অর্থায়নেই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি বাস্তবায়িত হয়। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, গৌরীপুর রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইনচার্জ মো. মোর্শেদ আলম, রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.ওয়ালিউল্লাহ রুবেল, মো. মোস্তফা, নুরুজ্জামানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন,শীত মৌসুমে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর