নাগেশ্বরীর কচাকাটায় প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) কচাকাটার বল্লভের খাস ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম হোসাইন এর সঞ্চালনায় ও আহ্বায়ক আজিবর রহমানের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাইফুর রহমান রানা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা সাংগঠনিকের নেতা ও কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী ছাড়াও কচাকাটা, কেদার, বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধকালে তাঁর নেতৃত্ব এবং রাষ্ট্র গঠনে অবদানের কথা স্মরণ করেন।
উল্লেখ্য, শহীদ জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৮১ সালে তিনি শাহাদাত বরণ করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর