"দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন” এই স্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমূখ। জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমনসহ জেলার বিভিন্ন মসজিদের ৭৫০ জন ইমাম, খতিব ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে ভোট গ্রহণ করা হবে তা যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ‘হ্যাঁ’ ভোট দিলে সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন পরির্বতনের চাবি এবার আপনারই হাতে।
'হ্যাঁ’ ভোটে টিকচিহ্ন দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মাতি জ্ঞাপন করবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর