হালুয়াঘাটে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে এবং স্ট্রমী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সীডস প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬ জানুয়ারি) সকালে উপজেলা শিক্ষা অফিসে এ অবহিতকরণ সভায় উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অংশগ্রহণ করেন। স্বাবলম্বী উন্নয়ন উন্নয়ন সমিতির উপজেলা কো-অর্ডিনেটর তানিয়া রংমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান,মো.হাফিজুল ইসলাম প্রমূখ।
সভায় সীডস প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক উন্নয়ন, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সীডস প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের সফলতা নিশ্চিত করবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর