ফরিদপুরের ভাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য কে আটক করেছে পুলিশ। ১ টি গরু ও ২ টি পিকআপ ভ্যান গরু বিক্রির নগদ দেড় লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু।
এসময় তিনি জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দী এলাকার ওবায়দুর শেখ পাবনা জেলার ঈশ্বর্দী হরনখুলা হাট থেকে তিন টি গরু কিনে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা প্রানী সম্পদ ইনস্টিটিউট এর কাছে এলে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা গাড়ি চাপ দিয়ে থামিয়ে ফেলে এর পর গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে পালিয়ে যায়। পরবর্তিতে থানা এসে অভিযোগ দিলে পুলিশ গোপন সংবাদের ভিত্তি করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও পদ্মা সেতুর টোলপ্লাজার ভিডিও দেখে আন্ত জেলা ডাকাত দলের তিন সদস্য কে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, চাঁদপুরের সদর উপজেলার ষোলঘর পাকা মসজিদ এলাকার মিজান ব্যাপারীর ছেলে মো. ফারুক হোসেন(৩৮), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ভাংগার মোড় এলাকর মৃত নুর মাতুব্বরের পুত্র মো. শাহিন মাতুব্বর (২৭) ও ডাকাতির গরুর ক্রেতা ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা লক্ষণগঞ্জ এলাকার বাবুল মিয়ার পুত্র মোবারক হোসেন (৩২)।
তিনি আরও বলেন, এই ঘটনায় ছিনতাইকৃত ২ টি মাহিন্দ্রা বিগব্লোরো, ডীপ ফ্রিজে সংরক্ষিত ২৫ কেজি গরুর মাংস, ১ টি জীবিত গরু ও গরু বিক্রির দেড় লাখ টাকা জব্দ করা হয়।এই ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলে। আসামীদের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর