ঘাটাইলে কলেজ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৭, ০২:৪৮ পিএম

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল থেকে: টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ঘাটাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন বৃহস্পতিবার (১৯ আক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল জি বি জি বিশ্ববিদ্যালয় কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাকশিস কেন্দ্রিয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক অধ্যাপক আজহার আলী। সম্মেলন উদ্বোধন করেন বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. খলিলুর রহমান।

ঘাটাইল উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মো. মতিয়ার রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বাকশিস কেন্দ্রিয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. রেনুবর রহমান, জি বি জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো.শামছুল আলম, বাকশিস কেন্দ্রিয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ, বাকশিস টাঙ্গাইল জেলার সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা, বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শামছুল হক, বাকশিস ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম যুলফিকার-ই-হায়দার প্রমূখ।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: