মালয়েশিয়ায় ভূমিধসে ৩ বাংলাদেশির মরদেহ সনাক্ত

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ১১:১৯ পিএম

মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন প্রকল্পে ভূমিধসের ঘটনায় ১৫ নিহতের মধ্যে তিন বাংলাদেশির মরদেহ সনাক্ত করা হয়েছে। পেনাং রাজ্যের দমকল বাহিনীর ডেপুটি অপারেশন হেড এর্ভিন গ্যালেন তেরুকি জানিয়েছেন, এসএআর টিম রোববার বিকেল পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে এসএআর টিম।

এ আটজন হচ্ছেন নূর আলম, মনিরুল ইসলাম, হোসেইন মোহাম্মদ (বাংলাদেশ), ইউনুস নাজির হাসান (মিয়ানমার), মোহাম্মদ ইলিয়াস মোস্তাক (মিয়ানমার), রহমতুল্লাহ মোহাম্মদ সিদিক (মিয়ানমার), হসরিন, ইরউইন (ইন্দোনেশিয়া)।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর এ প্রতিবেদককে জানান, উদ্ধারকৃত শ্রমিকদের মধ্যে বাংলাদেশি তিনজন শ্রমিককে শনাক্ত করা গেছে। এরা হলেন নূর আলম (মাগুরা), মনিরুল ইসলাম (যশোর) এবং হোসাইন মোহাম্মদ (কক্সবাজার)। আইনি প্রক্রিয়া শেষে যতদ্রুত সম্ভব তাদের মরদেহ দেশে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: