বনানীতে গোলাগুলির ঘটনায় নিহত ১

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ০৮:০৭ এএম

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

নিহতদের নাম সিদ্দিকুর রহমান মুন্সি (৫৫)। তিনি মেসার্স মুন্সি ওভারসীজ নামে একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক।

এ ঘটনায় গু‌লি‌বিদ্ধ হন আরো ২ জন। জানা যায় ওই ২ জন তার কর্মচারী। আহত দুইজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের ইউনাই‌টেড হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বনানী ৪ নম্বর সড়কে অবস্থিত মেসার্স মুন্সি ওভারসীজের অফিসে ঢুকে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে। এতে সিদ্দিকুরসহ আরো ৩ জন আহত হন। এ ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।
 
আহত অবস্থায় ৩ জনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিদ্দিকুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
পুলিশ জানিয়েছে, হামলার কারণ উদ্ঘাটন করার চেষ্টা চলছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: