শরীরের ভিতরের অজানা রহস্য!

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ০৯:০২ এএম

শরীরে বাইরে হাত-পা, নাক-মুখ চোখ যেমন আছে, তেমনই শরীরের ভিতরে হাড়, শিরা, ধমণী, যকৃৎ, কিডনি সহ কত কি আছে। তবে এগুলি মোটামুটি আমাদের সকলেরই কম বেশি জানা। কিন্তু শরীরের ভিতরের এমন অনেক রহস্য রয়েছে যা অনেকেই জানেন না। আজ আমরা সেই অজানা তথ্যগুলিই জানাব আপনাদের।

* একটি চুল ঝুলন্ত আপেল এর ওজন ধরে রাখতে পারে। যাইহোক, বিজ্ঞানীরা আপেলের মাত্রা নির্দিষ্ট করেন নাই।

* একজন ব্যক্তির মুখের ব্যাকটেরিয়া সংখ্যা পৃথিবীতে বসবাসকারী মানুষের সংখ্যা বা তার চেয়েও বেশি।

* প্রতিদিন মুখের লালা গ্রন্থি থেকে ৬ কাপ লালা নির্গত হয়। গড়ে বলা যেতে পারে প্রতিদিন আমাদের মুখ থেকে ১.৫ লিটার লালা নির্গত হয়।

* একটি ইনকামিং মস্তিষ্কের গতি প্রায় ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

* মাত্র এক দিনের মধ্যে, আমাদের রক্ত ১৯,৩১২ কিলোমিটার দূরত্ব রান করে।

* মানুষের শরীরের সমস্ত স্নায়ুর দৈর্ঘ্য ৭৫ কিলোমিটার।

* একটি মানুষ প্রতিদিন প্রায় ২০,০০০ বার শ্বাস নেয়।

* একটি মানুষের চোখ ১০ মিলিয়ন বিভিন্ন রং থেকে আলাদা করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক তাদের সব মনে করতে পারে না।

* আমাদের হার্ট বছরে ৩৫ মিলিয়ন বার বীট করে।

* প্রতিবছর, মানুষের শরীরের প্রায় এক মিলিয়ন চামড়া কোষ হারায়। যার পরিমান ২ কেজির মত।

* একজন মানুষ তার জীবনে গড়ে ৩৫ টন খাবার খেয়ে থাকে।

* আমাদের মস্তিষ্কের মধ্যে প্রতি সেকেন্ড ১০০,০০০ বার রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে।

* মানুষের শরীরের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ৪ মিনিটের পর থেকে শরীরে পচন ধরতে শুরু করে। শরীরের এনজাইম এবং ব্যাকটেরিয়া এই প্রক্রিয়ায় সাহায্য করে। সূত্র-ব্রাইট সাইট।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: