চালু হলো ‘উবার মটো’

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ১২:১৫ পিএম

এবার দেশে চালু হলো উবারের মোটরসাইকেল সার্ভিস বা উবার মটো। গাড়ির পর মোবাইল অ্যাপের মাধ্যমে ভাড়ায় মোটর সাইকেলে শেয়ারিং সুবিধা চালু করেছে উবার।

রাজধানীতে মঙ্গলবার (১৪ নভেম্বর) 'উবার মটো' নামের এ সেবা চালু হয়। উবার মটোতে প্রথম যাত্রী হিসেবে এ সেবা নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

উবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে, ঢাকা শহরে উবার মটোর প্রথম রাইড নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।।

এ ব্যাপারে মাশরাফি বিন মুর্তজা তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি আপ করে উবার মটোর সার্ভিস নেওয়ার কথা জানিয়েছেন।

মাশরাফি ফেসবুকে লেখেন, ‘উবার মটো’র প্রথম রাইড নিয়ে আমি খুব খুশি। ট্রাফিক এর মাঝখানে বসে না থেকে দ্রুত চলে আসতে পারলাম গন্তব্যে। এমন কি-পার্টনা আমাকে হেলমেট পড়তে উৎসাহিত করলো!’

&dquote;&dquote;

উবার মটোর সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা (বেইস ফেয়ার ৩০ টাকা)। প্রতি কিলোমিটারে ভাড়া ১২ টাকা। প্রতি মিনিটের ভাড়া ১ টাকা।

এর আগে, গত ডিসেম্বরে ঢাকায় 'রাইড শেয়ারিং' সেবা চালু করে উবার। এ পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া করার সুবিধা রয়েছে। কিলোমিটার প্রতি ভাড়ায় যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে গাড়ি, মোটর সাইকেল ভাড়া করে নির্ধারিত গন্তব্যে যেতে পারেন। এখনও আইনি বৈধতা না পেলেও সেবাটি বেশ জনপ্রিয় হয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: