কেয়ামত কি মাগরিবের ওয়াক্তে হবে?

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৮, ১১:৪৬ পিএম

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫২৬তম পর্বে মাগরিবের নামাজের সময় কেয়ামত হবে কি না, সে সম্পর্কে জানতে রাজবাড়ী থেকে টেলিফোন করেছেন আনোয়ার। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : কেয়ামত নাকি মাগরিবের সময় সংঘটিত হবে? এ কথাটি কি সঠিক? এ জন্য আমাদের এলাকায় মাগরিবের নামাজ আজানের সঙ্গে সঙ্গে শুরু করা হয়, মাঝে দুই রাকাত নামাজের সময় দেওয়া হয় না। 

উত্তর : না, মাগরিবের নামাজের সময় কেয়ামত হবে মর্মে সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি। মাগরিবের আজানের পর দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া যেতে পারে। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারি হাদিসের মধ্যে এটি স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

 

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: