এবার আরজ আলীর সাথে ‘আরিফ আজাদ’

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:০০ এএম

মনিরুল ইসলাম
স্টাফ করেসপন্ডেন্ট:

গতবছর বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ হয়ে এসেছিলেন উদীয়মান আলোচিত লেখক ‘আরিফ আজাদ’। ধর্মীয় মূল্যবোধ সংবলিত এই বইটি সকল শ্রেণীর পাঠকের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। কিস্তু এবারে আরিফ আজাদ এসেছেন আরজ আলীর সাথে। বইয়ের নাম দিয়েছেন ‘আরজ আলী সমীপে’।

বই মেলার ২০ তম দিন থেকে ‘চর্চা গ্রন্থ প্রকাশ’র ৪১১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এবারে ‘সমকালীন প্রকাশন’ থেকে বইটি প্রকাশ হয়েছে। আর প্যারাডক্সিক্যাল সাজিদ পাওয়া যাচ্ছে সূচীপত্রের ৩৪৮-৩৫০ নং স্টলে।

&dquote;&dquote;

গেল বছরের প্যারাডক্সিক্যাল সাজিদের থেকেও এবারের বইটি ব্যাপক সাড়া ফেলছে বলে জানালেন লেখক আরিফ আজাদ।

এক সাক্ষাৎকারে লেখক আরিফ আজাদ বলেন, গতবারের প্যারাডক্সিক্যাল সাজিদের ১২ দিনে প্রি-অর্ডার ছিল ৩ হাজার। এবারে শুধু প্রথম দিনেই প্রি-অর্ডার হয়েছে ১০ হাজারের বেশি। মেলার দুই দিনেই বিক্রি হয়েছে ৫০০ কপির বেশি।

গতবছর ২০১৭ সালে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ১ লাখ কপির বেশি বিক্রি হয়েছে। এবারে ‘আরজ আলী সমীপে’ তার থেকে কয়েকগুন বেশি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন লেখক।

 

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: