পর্যটনমুখী, যানজটমুক্ত শহর গড়তে মতবিনিময় সভা 

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৮, ০৫:১৬ এএম

খাগড়াছড়িকে পরিবেশ বান্ধব, পর্যটনমুখী,  যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে যানবাহন ব্যবস্থাপনা বিষয়ক পৌর আইন ২০০৯ এর ৫০নং ধারা অনুযায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) বিকাল ৪টায় খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে খাগড়াছড়ি পৌর টাউন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো:আব্দুল আউয়াল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিআরটিএ এর সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব, পুলিশ পরিদর্শক সুপ্রিয় দেব, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রফেসর উদয়ন চাকমা, টিএনসিসি এর সদস্য আজিমুল হক, পরিবহন মালিক গ্রুপের খলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন মালিক গ্রুপের সমন্বয় পরিষদের সভাপতি মো: ইউনুছ, সিএনজি সমিতির সভাপতি মো: জসিম উদ্দিন, অটোরিকশা টমটম সমিতির সভাপতি মো: সেলিম, সাবেক সভাপতি মো: সিরাজ মিয়া, মাহিন্দ্রা সমিতি, পরিবহন চালক সমবায় সমিতিসহ বিভিন্ন পরিবহণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শহরকে কিভাবে পরিবেশ বান্ধব, পর্যটনমুখী, যানজটমুক্ত শহর এবং কিভাবে একটি আদর্শ শহর হিসেবে গড়ে তোলা যায় বক্তারা সে বিষয়ে বিশদ আলোকপাত করেন।

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: