ইবির অফিস সমূহের ছুটি শুরু সোমবার

প্রকাশিত: ১০ জুন ২০১৮, ০২:০৪ পিএম

পবিত্র শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসসমূহ বন্ধ হচ্ছে আগামী সোমবার (১১ জুন) থেকে। যা আগামী ২৪ জুন পর্যন্ত চলবে। রবিবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ওইদিন (সোমবার) থেকে আবাসিক হলসমূহও বন্ধ হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, সোমবার (১১ জুন) থেকে হলসমূহ বন্ধ হচ্ছে। ওইদিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে এবং আগামী ২৬ জুন সকাল ৯টায় হলসমূহ আবার খুলে দেওয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজান, গ্রীষ্মকাল, জুমআতুল বিদা, শব-ই-ক্বদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গত ১৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ রয়েছে। ছুটিশেষে আগামী ২৫ জুন থেকে অফিসসমূহ এবং ২৭ জুন থেকে ক্লাস-পরীক্ষাসমূহ যথারীতিতে আবার শুরু হবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: